
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করে তিন আওয়ামী লীগ নেতা তাদের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগীরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বসার ফকির এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আবুল বাশার।
সংবাদ সম্মেলনে তারা জানান, আওয়ামী লীগের কোনো কার্যক্রমে তারা কখনোই সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। এমনকি দলীয় কোনো কর্মসূচি বা কর্মকাণ্ডের সঙ্গেও তাদের বাস্তবে কোনো সম্পৃক্ততা ছিল না। তারা আরও বলেন, কমিটিতে তাদের নাম ও পদ ব্যবহার করা হলেও তারা কখনো আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি। তাই ভুল বোঝাবুঝি এড়াতে এবং বিষয়টি স্পষ্ট করতে তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন।সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION