
কালের খবরঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পাল্টে শহীদ হাদি চত্বর নামফলক টাঙালেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্ণার ও জুলাই আন্দোলন বিরোধী পাঁচ শিক্ষকের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর)দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ক্যাম্পাসের ছাত্রহলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে শহীদ হাদি চত্বরের নামফলক টাঙিয়ে দেয়া হয়।
এদিকে, বিপ্লবী ছাত্র জনতা মঞ্চের আহবায়ক বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর বই সরিয়ে নেয়া এবং জুলাই আন্দোলনে বিরোধীতাকারী পাঁচ শিক্ষকের অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় আল্টিমেটাম ঘোষণা করেন। এই সময়ের মধ্যে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। ওই পাঁচ শিক্ষক হলেন, জয়নব বিনতে হোসেন, ইমদাদুল হক শরীফ, হাবিবুর রহমান, জাকিয়া সুলতানা মুক্তা, সোলাইমান হোসেন মিন্টু।
অপরদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বদলীয় জুলাই ঐক্য নামে একটি সংগঠন। তারা এ ঘটনায় জড়িত, ইন্ধনদাতা, অর্থদাতা সহ সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।

এছাড়া, সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মরহুম শরিফ ওসমান বিন হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।এদিকে গত বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষার্থীরা শ্লোগানে বলেন,”আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব, ভারতীয় আগ্রাসন ভেঙে দেও, গুড়িয়ে দেও, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, গুলি করলে একবার জুলাই হবে, বারবার।” এসব শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।পরে শিক্ষার্থীরা মিছিলসহকারে বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে প্রায় ১ঘন্টা অবস্থান নেয়। সেখানে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকে। অপরদিক, শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সর্ব দলীয় জুলাই এক্য পরিষদ।#
Design & Developed By: JM IT SOLUTION