
কাশিয়ানী প্রতিনিধিঃ
শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।আজ শুক্রবার সকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার নেতৃত্বে ভাটিয়াপাড়া সম্মুখ সমর যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সারা দেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা, সে সময়ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় পাক হানাদাররা যুদ্ধ করে যাচ্ছিল। বিজয়ের তিন দিন পর প্রচন্ড যুদ্ধের মাধ্যমে ১৯ ডিসেম্বর সকালে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই দিন মিত্র ও মুক্তি বাহিনীর ত্রিমুখী আক্রমণে পাকবাহিনীর দখলে থাকা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশনের ক্যান্টনমেন্টের পতন ঘটে।
Design & Developed By: JM IT SOLUTION