
কালের খবরঃ
গোপালগঞ্জে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোপালগঞ্জের হাজী লাল মিয়া সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেলো। আজ শুক্রবার (১২ডিসেম্বর ) বিকাল সাড়ে তিনটায় গোপালগঞ্জ জেলা ষ্টেডিয়ামে মুকসুদপুর উপজেলার সরকারী মুকসুদপুর কলেজের মুখোমুখি হয় গোপালগঞ্জের হাজী লাল মিয়া সিটি কলেজ। নির্ধারিত সময়ে সরকারী মুকসুদপুর কলেজকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাজী লাল মিয়া সিটি কলেজ। এ জয়ের ফলে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেলো। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। এ টুর্নামেন্টে জেলার ১০টি কলেজ অংশগ্রহন করে।
Design & Developed By: JM IT SOLUTION