
কালের খবরঃ
প্রাক বড়দিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাখরপাড় ব্যাপ্টিষ্ট চার্চের বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপহার দেয়া হয়।আজ বৃহস্পতিবার দুপুরে পাখরপাড় গির্জা প্রাঙ্গণে লোকাল চার্চ কমিটির সভাপতি রোভাঃ বিমল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএস সভাপতি গিলবার্ট বিনিময় সরকার, গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএস লোকাল চার্চ কমিটির সহসভাপতি জেমস হেবল বাড়ৈ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক রনী বাড়ৈ, পাখরপাড় ব্যাপ্টিষ্ট চার্চের সম্পাদক সুভাষ বৈধ্য উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ৩৮২ জন শিশু, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও অভিভাবকদের পুরস্কার দেয়া হয়। পরে শিশুদের নিয়ে কেক কাটা হয় ও সান্টা ক্লজের মাধ্যমে শিশুদের আনন্দ দেয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION