
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারী হাইস্কুল এন্ড কলেজে আজ শুক্রবার সকালে মাধ্যমিক এবং মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।বাটিকামারী ইউনিয়নের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহামুদ আসিক কবির, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ, বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির মণ্ডল, হল সুপার নিরানজন পাল, সেলিম শেখ, মনিরুজ্জামান, মিজানুর রহমান, বাহার, বাকী শরীফ, সাফায়েত ঢালী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে মোট ৭০ জন মেধাবীকে পুরস্কৃত করা হবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পাবেন এবং তাকে পুরস্কৃত করা হবে।’’ তারা জানান, এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION