
কালের খবরঃ
গোপালগঞ্জে “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ ও নাগরিক ভাবনা“ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুরে পর্যন্ত সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সুজন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী। বৈঠকে প্রধান অতিথি ছিলেন সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। জেলার বিশিষ্ট নাগরিক সমাজ, শিক্ষাবিদ, ডাক্তার, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি শিপ্রা বিশ্বাস, ডাক্তার সিদ্বেশ্বর মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহাবুবুর রহমান, সাংবাদিক প্রসূন মন্ডল, জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি কাজী আনোয়ারুল ইকবাল মিটু প্রমুখ।
সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচনে জনগনের ভোটাধিকার যাতে সুসম্মত থাকে, প্রকৃত ভোটারা যাতে ভোট দিতে পারে এগুলো নিশ্চিত করার জন্য সুজন মাঠে কাজ করে যাচ্ছে। সারা দেশের বিভিন্ন জেলায় এই গোলটেবিল বেঠক হচ্ছে।
তিনি আরো বলেন, আপনাদের চিন্তা, চেতনা, পরামর্শ কেন্দ্রে পাঠিয়ে প্রতিপালনের জন্য ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই যার ভোট সেই দিবে। কেন্দ্রে যাতে বেশি সংখ্যক ভোটার উপস্থিতি হয় সে বিষয়েও আমাদের নজর থাকবে। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। গণতন্ত্র শক্তিশালীকরণ এর কার্যক্রম চলমান থাকবে।
বক্তারা একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কেবল নির্বাচনের দিন নয়, বরং দৈনন্দিন জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ ও বিতর্কের সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION