
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। অফিসার্স ক্লাব ঢাকা’র সভাপতি নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। শনিবার (১৮ মে) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, ১৫ আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

এসময় কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ( পিআরএল) মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম সহ নির্বাহী কমিটির সকল সদস্য ও তােেদর পরিবারবর্গ,গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)মোঃ গোলাম কবীর,টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজ্জামেল হক টুটুল সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরে তিনি সমাধি সৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন । পরে উপস্থিত সকলবে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের সংগ্রহশালা, লাইব্রেরী সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
Design & Developed By: JM IT SOLUTION