
কালের খবরঃ
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে দাখিলকৃত ৩৮টি মনোনয়নের মধ্যে ১২জনের মনোনয়নপত্র বাতিল ও ২জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই এর শেষ দিনে জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ- জামান এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। আজ শনিবার( ৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত যাচাই বাছাই চলাকালে বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাসের বিরুদ্ধে ঋণ খেলাপি এবং অন্য সব স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিলের অভিযোগ আনা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন, গোপালগঞ্জ-০১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম, নাজমুল আলম ও মোঃ কাইয়ুম আলী খান।

গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া, সিপন ভূঁইয়া, রনি মোল্লা,এম সিরাজুল ইসলাম সিরাজ,উৎপল বিশ্বাস ও মশিউর রহমান।গোপালগঞ্জ-০৩ আসনে বাতিল হলেন, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিকও রওশন আরা। এই আসনে স্থগিত রাখা হয়েছে গণফোরাম প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাস ও খেলাফত মজলিসের আব্দুল আজিজকে।
গোপালগঞ্জ-০১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম বলেন, আমাকে ওয়ান পার্সেন্ট ভোটারের স্বক্ষরে ১জনের স্বাক্ষর গড়মিল রয়েছে বলে জেলা রির্টাণিং অফিসার জানিয়েছেন। এই যাচাই বাছাইটা সঠিক হয়নি বলে আমার ধারণা। এই বিষয়য়ে আমি নির্বাচন কমিশনে আপিল করবো। আশাকরি আমি ন্যায়বিচার পাবো এবং নির্বাচনে প্রার্থী হতে কোন বাধা থাকবে না।
গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ^াস বলেন, আমি একটি লোনের জামিনদার ছিলাম সত্য। কিন্তু সে ঋণতো পরিশোধ হয়েগেছে। আমার মনে হয় যাচাই বাছাই এ সঠিক তথ্য আসেনি। আমি আমার প্রার্থীতা ফিরে পেতে আপিল করবো। আশাকরি আমি সঠিক সিধান্ত পাবো।
গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক জানিয়েছেন, ওয়ান পার্সেন্টের স্বাক্ষর তদন্ত হবে গোপনে। সেখানে যে অফিসার তদন্ত করেছেন তিনি সাংবাদিকদের সাথে নিয়ে তদন্ত করেন। এর আগে স্বক্ষরকারীকে বিশেষ এক দলের প্রার্থীর লোকজন ভয়ভিতি ও হুমকি ধামকি দিয়ে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করান। আমাকে পরিকল্পিতভাবে বাতিল করা হয়েছে। আমি পরবর্তি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।যাতে আমার প্রার্থীতা ফিরে পাই।
Design & Developed By: JM IT SOLUTION