
কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দাদি–নাতিসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।আজ শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।মুকসুদপুর–কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রামে সজিব সিকদারের বাড়ির পাশেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে একটি বেড়া তৈরি করা হয়েছিল। ওই বেড়ার তারে লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে ছুটে গেলে তার দাদি রাহেলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের দুজনকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় শিশু সাইফানকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION