
কালের খবরঃ
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসন থেকে ৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী ভোটযুদ্ধে থাকলেন। তবে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনী মাঠে থাকায় এ আসনে বিএনপি একক প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে।
গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন ২১৫ থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
তাঁরা হলেন , বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হুসাইন আফসারী, জনতার দলের মোঃ জাকির হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মোঃ প্রিন্স আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮ জন প্রার্থী। তাঁরা হলেন, বিএনপির মোঃ সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার, স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম, আশ্রাফুল আলম ও মোঃ কাইউম আলী খান।
গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী আংশিক) সংসদীয় আসন-২১৬ থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ আসনে ১১ জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন।
তাঁরা হলেন, বিএনপির কে এম বাবর, ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার, জাকের পার্টির মাহমুদ হাসান, গণঅধিকার পরিষদের দ্বীন ইসলাম, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া, স্বতন্ত্র এম. এইচ. খান মঞ্জু (বিএনপি বিদ্রোহী), স্বতন্ত্র মোঃ সিরাজুল ইসলাম সিরাজ (বিএনপি বিদ্রোহী) ও স্বতন্ত্র উৎপল বিশ্বাস।
গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) সংসদীয় আসন-২১৭ থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।তাঁরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এম. এম. রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোঃ আরিফুল দাঁড়িয়া এবং খেলাফত মজলিসের আলী আহমেদ।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮ জন প্রার্থী। তাঁরা হলেন, বিএনপির এস. এম. জিলানী, ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, গণঅধিকার পরিষদের আবুল বাশার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মারুফ শেখ, এনপিপির শেখ সালাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান এবং স্বতন্ত্র গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
Design & Developed By: JM IT SOLUTION