
কালের খবরঃ
গোপালগঞ্জে “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারনা ও মসজিদের খুদবায় বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের পক্ষ থেকে একটি সংস্কারের কথা বলা হয়েছে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রূপান্তরিত হতে চাই , আর এটাই সাধারণ মানুষের আকাঙ্খা। এ লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল, আর সে আন্দোলনে আমরা সফল হয়েছি।

তিনি বলেন, আন্দোলনের সফলতার পর আমরা একটি সনদের কথা বলছি। এই সনদকে বৈধতা দিতে “হ্যাঁ” বা “না” ভোটের বিধান রাখা হয়েছে। “হ্যাঁ” ভোট দিলে রাষ্ট্র আবার গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত জেলা ইমাম সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক আরও বলেন, তফসিলে বর্ণিত ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে একযোগে ~“হ্যাঁ/না” ভোট অনুষ্ঠিত হবে। “হ্যাঁ” ভোটে বিজয়ী রাজনৈতিক দলকে জুলাই সনদের আলোকে দেশ পরিচালনা করতে হবে। এতে সত্যিকার অর্থে আমরা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউর ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার পাঁচ শতাধিক ইমামগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION