কালের খবরঃ
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”-এই শ্লোগানে রবিবার (১২মে) গোপালগঞ্জে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম , গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ রুহুল আমীন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লতিফা জামান, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খানম, শেখ হাসিনা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল শাহানাজ রেজা এ্যানীসহ নারী সংগঠনের নেত্রীরা বক্তব্য রাখেন।পরে দশ জন দুঃস্থ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply