কালরে খবরঃ
গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী আশিকুর রহমান শেখের বিরুদ্ধে স্ত্রী নুরী বেগম ওরফে মুনিয়াকে (২০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়াগেছে। রবিবার (১২ ম) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মোছরা গ্রামে এ ঘটনা ঘটে।
মুনিয়ার পরিবারের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, বিয়ের পর থেকে পরিবারিক কলহ চলে আসছিল স্ত্রী নুরী বেগম ওরফে মুনিয়ার। এই নিয়ে বিভিন্ন সময় নির্যাতন চালাতো স্বামী আশিকুর রহমান শেখ। এ নিয়ে গতকাল রবিবার সকালে মুনিয়াকে বেদম মারপিট করে।এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আশিকুর । পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মুনিয়াকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় মুনিয়ার পরিবারের লোকজন থানায় এসে অভিযোগ করলে পুলিশ হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত স্বামী আশিকুর রহমান শেখকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহত নুরী বেগম ওরফে মুনিয়া গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল চরপাড়া গ্রামের মুক্ত মোল্লার মেয়ে ও মোছরা গ্রামের আশিকুর রহমান শেখের স্ত্রী।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply