মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মৃত্যুর ২০ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার ( ৭মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শরিফের উপস্থিতিতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামের কবর থেকে লাশটি উত্তোলনের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ১৭ এপ্রিল ভোরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মুড়িয়া জোড়া নামকস্থানে ইজিবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালিয়ে চির কুমার হাবিবুর রহমানের ভাতিজা সালমান ফরাজি তার দলবল নিয়ে ময়না তদন্ত ছাড়াই দাফন করে হাবিবুরের লাশ। ঘটনার ১৫ দিন পর মৃতের বোন মোসাঃ আঞ্জুল হক তার ভাতিজা সালমানসহ ৪৫জন কে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে এটা দুর্ঘটনা নয়, সম্পত্তির দ্ব›েদ্বর কারণে হত্যা করা হয়েছে। নিহত হাবিবুর রহমানের বোন মোসাঃ আঞ্জুল হকের মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেয়।
মৃত্যুর ঘটনার কিছুদিন আগে জমি জবর দখলের পায়তারার অভিযোগ এনে হাবিবুর রহমান ভাতিজা সালমানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর সালমান ক্ষিপ্ত হয়ে চাচা ব্যবসায়ী হাবিবুর রহমানকে হত্যার হুমকি দেয়। এরপর হাবিবুর রহমান আদালতে হত্যার হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করেন। সালামন এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে হাবিবুরকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়েছে বলে অভিযোগ মামলার বাদী আঞ্জুল হকের।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply