কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।শুক্রবার (৩ মে) গরমের কারনে বিকাল তিনটার ম্যাচ ১ ঘন্টা পর বিকাল চারটায় শুরু হয় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে। খেলার প্রথমার্ধের শুরুতেরই আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। বেশ কয়েকটি আক্রমণ করে সহজ সুযোগ নষ্ট করায় গোল যেন সোনার হরিণ হয়ে ওঠে। তবে প্রথমার্ধের শেষ মহূর্তে ৪৫ মিনিটে মো. রাব্বি হোসেন রাহুলের এ্যাসিট থেকে এলেটা কিংসলে গোল করে ১-০ গোলে ব্রাদার্সকে এগিয়ে দেন। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। নিজেদের ডিবক্সে ব্রাদার্সের খেলোড়ায় শেখ জামালের খোলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় শেখ জামাল। ৭২ মিনিটে স্পর্ট কিক থেকে সরাসরি গোল করে ব্রাজিলিয়ান খোলোয়াড় হিগর লেইট শেখ জামালকে সমতায় ফেরান।
ঠিক এর তিন মিনিটের মাথায় ৭৫ মিনিটে মো. আব্দুল্লাহর এ্যাসিটে উজবেকস্থানের খোলোড়ায় শাখজোদ শায়মানভ মাথা ছুইয়ে ব্রাদার্সে জাল কাপালে ২-১ গোলে এগিয়ে যায় শেখ জামাল। তখনো যেন ব্রাদার্সের শেষ ঝলক বাকি ছিলো। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় ব্রাদার্স। ৮৪ মিনিটে মো. ইনসান হোসেনের এ্যাসিট থেকে মোহসিন আহম্মেদ গোল করে ২-২ গোলে ব্রাদার্সকে সমতায় ফেরান। ম্যাচের শেষ মুহুর্তে ৮৯ মিনিটে মিরাজুল ইসলামের এ্যাসিটে মো. রাব্বি হোসেন রাহুল গোল করে ব্রাদার্সকে ৩-২ গোলে এগিয়ে দিয়ে আনন্দে ভাসান। তবে আর কোন গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।১৪ ম্যাচ শেষে ৪ জয়, ৩ ড্র আর ৭ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বারে শেখ জামাল। আর সমান ম্যাচে ১ জয়, ৩ ড্র আর ১০ পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তালানিতে ব্রাদার্স ইউনিয়ন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply