রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ৮ টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান বলেন,সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহি বাসের যাত্রী ও ট্রাকের চালকসহ মোট দশজন গুরুত্বর আহত হয়।
একেএম হাসানুজ্জামান আরও বলেন,খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।অন্যরাপাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর প্রশ্নের জবাবে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান বলেন, বাসটি তার সাইড পরিবর্তন করায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দূর্ঘটনায় বাস চালকই দায়ি বলে পুলিশের ধারণা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply