কালের খবরঃ
ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জে শেখ জামালকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠলো বাংলাদেশ পুলিশ। ফেডারেশন কাপের তৃতীয় দেখায় এটি শেখ জামালের বিপক্ষে বাংলাদেশ পুলিশের প্রথম জয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হয় শেখ জামাল। খেলা শুরুর পর কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় মিনিটে মধ্য মাঠের খেলোয়াড় মো. মিঠুর ফ্রি কিক থেকে হেডে উজবেকস্থানের মধ্যে মাঠের খেলোয়াড় জাভোখির সোকিবভ শেখ জামালের জাল কাপালে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। এ গোলের রেশ কাটতে না কাটতেই ৮ মিনিটের মাথায় দলের অধিনায়ক ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো জিমেনেজের পাস থেকে মধ্য মাঠের খেলোয়াড় সৈয়দ শাহ কাযেম কিরমানী গোল করে পুলিশকে ২-০ গোলে এগিয়ে দেন। খেলার ২২ মিনিটে মধ্য মাঠের খেলায়াড় শাইদ রাকিব খানের পাস থেকে উজবেকস্থানের রক্ষভাগের খেলোয়াড় আজমত আব্দুল্লাহ গোল করে বাংলাদেশ পুলিশকে ৩-০ গোলে এগিয়ে দেন। আর কোন গোল না হওয়ায় ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পুলিশ।
খেলার দ্বিতীয়ার্ধে গোলশোধের জন্য আক্রমনের ধার বাড়ায় শেখ জামাল। কিন্তু একের পর এক সহজ সুযোগ নষ্ট করায় অধরাই থেকে যায় গোল। ফলে নির্ধারতি সময়ে ৩ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শেখ জামালকে। এর ফলে ফেডারেশন কাপ থেকে বিদায় নিশ্চিত হয় শেখ জামালের। ফেডারেশন কাপের তৃতীয় দেখায় এটি শেখ জামালের প্রথম পরাজায় ও বাংলাদেশ পুলিশের প্রথম জয়। আগের দুটি ম্যাচ সমতায় শেখ হয়েছিল।
Design & Developed By: JM IT SOLUTION