কালের খবরঃ
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২১এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র অনলাইনে জমা দেন এবং প্রিন্ট কপি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কছে হস্তান্তর করেন। এসময় প্রার্থীদের সাথে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে চেয়ারম্যান পদে কাশিয়ানী উপজেলায় ৩জন ও মুকসুদপুর উপজেলায় ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী রয়েছে।
চেয়ারম্যান পদে কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, যুবলীগের সভাপতি কাজী নূরুল আমিন তুহিন,বিআরডিপির সভাপতি মুন্সী ফররুখ হোসাইন মিন্টু মনোনয়নপত্র দাখিল করেন।
এই উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে-আবুল কালাম আজাদ, সুলতান আহমেদ মোল্যা,দ্বীনবন্ধু মন্ডল, মোঃ জামিনূর রহমান জাপান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে-সোহাগী রহমান মুক্তা,জিনাত রহমান খান, মোছাঃ শামচুন্নাহার, তুলি আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপর দিকে মুকসুদপুর উপজেলায় চেয়ারম্যান পদে সদ্য এমপি নির্বাচনে পরাজিত প্রার্থী ও সাবেক মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহম্মেদ, ড্রিমওয়ে গ্রæপ অব কোম্পানীর চেয়ারম্যান ও ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম এবং মোঃ কাইমুজ্জামান।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ রবিউল ইসলাম, সনজিত সরকার, শাহরিয়ার কবির, দুলাল হোসেন, মোঃ সুমন মুন্সী এবং মোঃ উজ্জল ফকির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া আক্তার, নাজমা বেগম এবং রিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবীর।
তিনি আরও জানান, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেখ তারিখ ২৩ এপ্রিল, আপিলের তারিখ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply