
কালের খবরঃ
গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু।এম এইচ খান মঞ্জুর পক্ষে ফরম সংগ্রহ করেন সমর্থক আজম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নিয়ে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গোপালগঞ্জ-০২ আসনের জামায়াত প্রার্থী আজমল হোসেন সরদারের পক্ষে জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সমশের আলী মোল্লা। এবং গোপালগঞ্জ-০৩ আসনের জামায়াত প্রার্থী এম এম রেজউল করিমের পক্ষে গোপালগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী ও গোপালগঞ্জ-০৩ আসনের আসন সচিব শওকত আলম আজাদ।

আজ বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-০১ আসন থেকে মোঃ আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া, জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াত আমির এম এম রেজাউল করীম গোপালগঞ্জ-০৩ আসন থেকে এবং জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসাইন সরদার গোপালগঞ্জ-০২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, গোপালগঞ্জে তিনটি সংসদীয় আসন রয়েছে।এসব আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গনঅধিকার পরিষদ তাদের দলীয় মনোনয়ন ঘোষনা করেছে।
Design & Developed By: JM IT SOLUTION