মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আতিকুর রহমান মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার (১৫ এপ্রিল) সকাল পৌনে মুকসুদপুরের কমলাপুর গ্রামে ১০টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার বাদ আছর বিকাল সাড়ে ৫টায় মুকসুদপুর সদর উপজেলা ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক নেতাকর্মী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা , সাধারন সম্পাদক ওবায়দুল কাদের , প্রেসিডিয়াম মেম্বার ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান , গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply