টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে মাহেন্দ্র চালক অজ্ঞাত (৪০) নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের খালেকের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনিচুর রহমান জানান, কয়েকজন যাত্রী নিয়ে মাহেন্দ্র চালক গোপালগঞ্জের দিকে আসছিলেন। এ সময় খালেকের বাজার পৌঁছালে ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহেন্দ্র চালকসহ ৫ জন আহত হন। পরে স্থানীয়া তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র চালক মারা যান। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ মরেদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় সনাক্ত করতে পারিনি পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply