কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন পান্না (৭২) রবিবার (১৮ফেব্রুয়ারী) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারী ) বেলা ১১ টায় গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে পারবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply