টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নবনির্বাচিত সাত সংসদ সদস্য । সোমবার (১৫ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত সংসদ সদস্যগণ আলাদা আলাদাভাবে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো এমপিরা হলেন,ফরিদপুর-১ আসনের আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের শাহাদাব আকবর, ফরিদপুর-৩ আসনের এ কে আজাদ, খুলনা-৬ আসনের রশিদুজ্জামান, সুনামগঞ্জ-৪ আসনের মোহাম্মেদ সাদিক, সাতক্ষীরা-১ আসনের ফিরোজ আহম্মেদ স্বপন এবং ঢাকা-১৯ আসনের সাইফুল ইসলাম । তারা আলাদা আলাদাভাবে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় প্রতিটি আসনের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন করার পর স্বতন্ত্র থেকে নির্বাচিত ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্ররা, আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। আওয়ামী লীগ থেকে আহবান করা হয়েছে স্বতন্ত্র নির্বাচনের জন্য এবং আমরা বিভিন্ন প্রতিক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেছি। আমরা মনে করি আমাদের এই ৬২ জনকে যদি একটা মোর্চা করার সুযোগ দেয়া হয়, তাহলে আমরা সকলে মিলে মাননীয় স্পীকারের কাছে আবেদন করবো। আমরা সরকারের গঠন মূলক সমালোচনা করবো। এসময় সংসদ সদস্য এ কে আজাদ আরো বলেন, বেকারত্ব কমাতে ফরিদপুরে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এতে তরুনদের কর্মসংস্থান হবে, কমে আসবে বেকার সমস্যা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply