কালের খবরঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান (এমপি) মন্ত্রীসভায় আমন্ত্রণ পাওয়ায় তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নেতাকর্মী ও সমর্থকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদরের চৌরঙ্গী মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুজ্জাত হোসেন লিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, মুকসুদপুর পৌর মেয়র আশরফুল আলম শিমুল প্রমুখ। পওেনেতাকর্মী ও সমর্থকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, মহিলা আওয়ামীলীগ, পৌর ও কলেজ ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply