টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন পিরোজপুর ১ (পিরোজপুর, নাজিরপুর, ইন্দুরকানি) আসনের নবচিত সংসদ সদস্য শ ম রেজাউল করিম। এই নিয়ে তিনি দ্বিতীয়বার নির্বাচিত হলেন।মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে তিনি কয়েকশত নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু ও ৭৫’র ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে করেন।
এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম,গোপালগঞ্জের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক আশিকুর রহমান ,জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাস সহ পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুকানী উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply