কালের খবরঃ
গোপালগঞ্জ-১ (সংসদীয় আসন-২১৫)আসনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন। আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার সাথে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়ার প্রতিদ্বন্দ্বীতা হয়। এ আসন থেকে মুহাম্মদ ফারুক খান-সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এ আসন থেকে মুহাম্মদ ফারুক খান নৌকা প্রতীকে ১ লক্ষ ১৮ হাজার ৭৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া (ঈগল) পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৯৩৪ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপি’র মো. জাহিদুল ইসলাম (সোনালী আঁশ) পেয়েছেন ২২৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শেখ মো. আব্দুল্লাহ (আম) পেয়েছেন ২৬৯ ভোট ও জাতীয় পার্টি সহিদুল ইসলাম মোল্যা (লাঙ্গল) পেয়েছেন ২৯১ ভোট।
এ আসনে মোট ভোট ছিলো ৩লক্ষ ৭৪ হাজার ৮২২ জন। এর মধ্যে ২ লক্ষ ৩০ হাজার ৩৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট এক হাজার ৮৯৯টি ভোট বাতিল হয়েছে। এ আসনে শতকরা ৬১.৪৬ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটাণিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply