কালের খবরঃ
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের ৩৯৭টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সামগ্রী। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এসব কেন্দ্রের ব্যালট পেপার পাঠানো হবে নির্বাচনের দিন (রবিবার) ভোট গ্রহণের আগে।এই তিনটি সংসদীয় আসনে আওয়ামীলীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এসব আসনে মোট ভোটার ১০ লাখ ২৫ হাজার ৭৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২১ হাজার ৩১৫ জন। আর নারী ভোটার ৫ লাখ ৪ হাজার ৪৩২ জন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে তিনটি সংসদীয় আসনে ২৮জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া স্ট্রাকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব,পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে। এদিকে নির্বাচনকালীন যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় নিয়মিত টহল দিবে সেনাবাহিনী। ৩৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ১৬৪টি সাধারণ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply