
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ফাতেমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছেন। রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার কেড়াইলকোপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম জানিয়েছেন, ফাতেমা বেগম স্বামীর বাড়ী থেকে ভ্যানে যোগে বাবার বাড়ী গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কেড়াইলকোপা পৌঁছালে ভ্যানের চাকার সাথে ওই নারীর গায়ে থাকা ওড়না গলায় পেঁচিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এসময় তার ডান কান থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে দ্রুত টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনের কাছে ওই নারীর মৃতদেহ হস্তান্তর করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION