
কালের খবরঃ
গোপালগঞ্জে কৃষি বিপণন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)–এর আওতায় এপিসিইউ-ডিএএম, গোপালগঞ্জ জেলা কর্তৃক প্রকল্পের ঢাকা অঞ্চলের অনুমোদিত ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা প্রচার বিষয়ক অংশীজনদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়।
আজ বুধবার (২১ জানুয়ারি) গোপালগঞ্জ বিএডিসির উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা বিভাগ, ঢাকার উপপরিচালক (উপসচিব) মোঃ মফিদুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকার পার্টনার-ডিএএম অঙ্গের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা এবং গোপালগঞ্জ বিএডিসির উপপরিচালক সঞ্জয় কুমার দেবনাথ।
এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের ভ্যালু চেইন কনসালটেন্ট (পার্টনার, এপিসিইউ-ডিএএম) ঢাকার কৃষিবিদ ফাইজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ নাঈম আহম্মেদ।প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট খাতের মোট ৫০ জন অংশগ্রহণকারী অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION