
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত সেবক এবং স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত প্রাণ। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করা আমাদের দায়িত ও কর্তব্য। আমরা নিজেদের জনগণের সেবক মনে করি এবং সেভাবেই কাজ করি।গত শুক্রবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর বিএনপির নেতাকর্মী অনেক মিথ্যা মামলা, হয়রানীর শিকার হয়েছে। বিএনপি দল থেকে কাউকে মামলা দিয়ে হয়রানী করা হয়নি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য’রা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
Design & Developed By: JM IT SOLUTION