
গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজ আদায় করেছেন।আজ শনিবার (২০ ডিসেম্বর)দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এই গায়েবানা জানাজার নামাজ পড়ান পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা। জানাজার নামাজে দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
পরে সেখান থেকে ভারতের আগ্রাসন বিরোধী কফিন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখান শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে, সেখানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভারতে আগ্রাসন বিরোধী বক্তব্য দেওয়ায় আমাদের আবরার ফাহাদকে ভারতীয় ‘র’ এর এজেন্ট ছাত্রলীগের কর্মীরা তাকে হত্যা করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকেও ভারতীয় ‘র’ এর পৃষ্ঠপোষকতায় তাদের এজেন্ট ছাত্রলীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করা হয়। যতই হত্যা করা হোক না কেন, আমরা তাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলব। আমরাও যুগে যুগে হাদি হতে চাই বলেও মন্তব্য করেন।
Design & Developed By: JM IT SOLUTION