
গোবিপ্রবি প্রতিনিধিঃ
“আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব, ভারতীয় আগ্রাসন ভেঙে দেও, গুড়িয়ে দেও, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, গুলি করলে একবার জুলাই হবে, বারবার।” এসব শ্লোগানে মুখরিত ছিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
গতকাল বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। শিক্ষার্থীরা মিছিলসহকারে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ১ঘন্টা অবস্থান নেয়। সেখানে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।

এদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে অভিযুক্ত করে জুলাই বিপ্লবী ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে আজ শুক্রবার থেকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন।
এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অবস্থিত সবচেয়ে বড় চত্বরটি একটি দলীয় স্লোগানের নামে রয়েছে। তাই আজ থেকে আমরা ঘোষণা করছি, এই স্থানের নাম হবে শহীদ হাদি চত্বর।”অপরদিকে আজ শুক্রবার জুম্মাবাদ বিশ্ববিদ্যালয় জামে মসজিদের শরীফ ওসমান হাদির আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। #
Design & Developed By: JM IT SOLUTION