
কালের খবরঃ
গোপালগঞ্জে বাড়ীর পাশে ডোবার পানিতে ডুবে তাজুন ইসলাম (৩) নামে এক কন্যা শিশুর মৃত্যুর হয়েছে। আজ রবিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নানা আজাদ মুন্সী বলেন, আজ রবিবার (২৩ জুন) সন্ধ্যার দিকে বাড়ীর উঠানে খেলার সময় সাবার চোখের আড়ালে বাড়ীর পাশে জমে থাকা পানিতে ডুবে যায় শিশু তাজুন। পরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করে পরিবারের লোকজন। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের লোকজন পানির ভেতর থেকে তাজুনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশু গোপালগঞ্জ সদর উপজেলার উরফী গ্রামের আসলাম শেখের মেয়ে এবং পারিবারিক কলহের জেরে নাতনী তাজুনকে নিয়ে আমার মেয়ে আমার বাড়ী থাকতো ।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার হিটলার বিশ্বাস জানান, রাত সাড়ে ৯টার দিকে পানিতে ডুবে যাওয়া শিশুকে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে ওই শিশুটি মারা যায়।
Design & Developed By: JM IT SOLUTION