
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জে কোটালীপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান পালোয়ান (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৯ জুন) বিকেলে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মনিরুজ্জামান পালোয়ান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের আলী হোসেন পালোয়ানের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীক কাজ শেষে মোটর সাইকেলে করে কোটালীপাড়া উপজেলা সদর থেকে নিজ বাড়ী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামে ফিরছিলেন মনিরুজ্জামান ।
এসময় মোটরসাইকেলটি গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের উপজেলার ওয়াবদারহাটে পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাসের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনিরুজ্জামান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মনিরুজ্জামানকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, দূর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। তবে এ ব্যাপারে এখন পযর্ন্ত নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি।
Design & Developed By: JM IT SOLUTION