টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনকে কুপিয়ে মারত্মক জখম করার অভিযোগ উঠেছে ভাই সাইফুল আলম খাঁ ও তার ছেলেদের বিরুদ্ধে।
আজ বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধার ছেলে হাসিবুর রহমান ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে পৈতৃক জমির মাটি কাটছিলো সাইফুল আলম খা ও তার ছেলেরা। তখন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে সাইফুল আলম ও তার ৪ ছেলে। এসব দেখে বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের স্ত্রী চিৎকার শুরু করলে তার ছেলে হাসিবুর ঠেকাতে আসে। তখন তাকেও কুপিয়ে জখম করে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা।ওসি আরও জানান, পরে প্রতিবেশীরা আহত মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত হাসিবুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের জানান, জমিতে মাটি কাটায় বাধা দেয়ায় আমার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন ও আমাকে কুপিয়ে জখম করে সাইফুল ও তার ছেলেরা। আমি এই সন্ত্রাসীদের বিচার চাই।এবিষয় জানতে অভিযুক্ত সাইফুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply