টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ জুন) রাতে টুঙ্গিপাড়া উপজেলার সর্দারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহতদের মধ্যে ১৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২জনকে খুলনা মেডিকেল কলেজ ও ২জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকালে সর্দারপাড়া গ্রামে ফুটবল খেলা চলাকালে মাঠের মধ্যে আজাহারুল মোল্লা ও বাঘা শেখের মধ্যে কথা কাটাকাটির ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে রাতে উভয়ই বিষয়টি বাড়িতে এসে জানালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করা হয়। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ২০ জন আহত হয়। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকটি বাড়ীঘর ভাংচুর করা হয়।
পরে খবর পেয়ে একদল পুলিশ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
Design & Developed By: JM IT SOLUTION