
মুকসুদপুর প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি এলাকায় বাস, প্রাইভেটকার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ জন। মারাত্মক আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাদারীপুরের রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার(১৮জুন)সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের শিকার হয় ।এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

নিগতরা হলো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোল্লাদি গ্রামের শুকুর আলী শেখের ছেলে রাজিব শেখে (২৭)ও একই গ্রামের সাহেব আলী শেখ (৫০)। দূর্ঘটনা ঘটার পর ওই সড়কে একঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এসময় রাস্তার উভয়পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দূর্ঘর্টনার কারনে প্রাইভেটকার ও ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। আর বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। আহতদের রাজৈর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION