
কালের খবরঃ
গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল স্মার্ট ভূমি সেবা সপ্তাহ। সেবা সপ্তাহ গত শনিবার (৮ জুন ) থেকে শুরু হয়ে চলে আজ শুক্রবার (১৪জুন) পর্যন্ত। সেবা সপ্তাহের এই ৭দিনে জেলা সদর সহ পাঁচ উপজেলায় সাড়ে ৪ হাজার মানুষ ভূমি সংক্রান্ত সেবা পেয়েছেন। সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা পেয়ে স্টোল স্থলে হাজির হয়ে বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে খুশী মনে বাড়ি ফিরেছেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা সূত্রে জানাগেছে, জমির মালিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা একই স্থানে বসে দিতে এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে ভূমি সেবা পাওয়া যায়, সেসব বিষয় এখান থেকে অবগত করা লক্ষ নিয়ে একযোগে জেলার পাঁচটি উপজেলায় সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা পালন করে প্রশাসন।

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ চলাকালে জেলায় মোট ৪হাজার ৩৭৭টি সেবা দেয়া হয়েছে। এর মধ্যে নামজারি আবেদন গ্রহণ করা হয়েছে ৬২৯টি, মিসকেস আবেদন ও শুনানী গ্রহণ করা হয়েছে ৩২৪টি, অর্পিত সম্পত্তির লীজ আবেদন ও নবায়ন হয়েছে ৯৩টি, ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৬৪০টি, ভূমি অধিগ্রহণ চেক বিতরণ করা হয়েছে ১০টি, খতিয়ান প্রদান করা হয়েছে ৪১৮টি এবং ভূমি বিষয়ক পরামর্শ দেয়া হয়েছে ২হাজার ৬৬৩ জনকে। এছাড়া সার্বজনীন পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন ও লিফলেট বিতরণ করা হয়েছে ২৭২টি।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, জনগনের দোরগোড়ায় ভূমি সেবা পৌছে দিতে সরকার স্মার্ট ভূমি সেবা চালু করেছে। জমির মালিকগণ ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে যে কোন সেবার জন্য আবেদন ও ফি জমা দিয়ে সেবা নিতে পারবেন। সেবা গ্রহণ করতে তাদের অফিস পর্যন্ত আসা লাগবেনা। ঘরে বসে জমির সকল কাগজপত্র পোষ্টের মাধ্যমে হাতে পাবেন। এই সুফলটি মানুষ যাতে সহজে গ্রহণ করতে পারে তার জন্য আমাদের এই উদ্যোগ। আর সেবা সপ্তাহ পালনের মাধ্যমে জনগনের যে সাড়া মিলেছে তাতে মনে হয়েছে মানুষ স্মার্ট ভূমি সেবা গ্রহণের ফলে উপকৃত এবং খুশী হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION