কালের খবরঃ
গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। চলতে মৌ্সুমের বোরো ধান ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার (২৩মে) গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামবাসী এ প্রতিযোগিতার আয়োজন করে।স্থানীয় কৃষ্ণপুর এলাকাবাসী গ্রামের মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।এ প্রতিযোগিতা দেখতে কৃষ্ণপুর গ্রামবাসী ছাড়াও আশপাশের অন্ততঃ গ্রামের ৫ সহস্রাধিক নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী দর্শক উপস্থিত হন।
এ প্রতিযোগিতা দেখে অনাবিল আনন্দ উপভোগ করেন দর্শকরা।ধান তোলার দীর্ঘ ক্লান্তি দুর করতে গ্রামবাসীদের আনন্দ দিতে এ আয়োজন বলে জানান আয়োজকরা।প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে ১০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে যশোরের সুজন পাখির ঘোড়া প্রথম, নড়াইলের তুফানের ঘোড়া দ্বিতীয় ও গোপালগঞ্জের জলিরপাড়ের অনিক রায়ের ঘোড়া তৃতীয় হয়।পরে বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস,আয়োজক কমিটির সভাপতি সুজন বল ও বিকাশ বল বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন।
Design & Developed By: JM IT SOLUTION