কালের খবরঃ
গোপালগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে একশত জন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধাগণদের সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার (২৮ জানুয়ারি )দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইনের ড্রিল সেড কক্ষে পুলিশ সুপার আল-বেলী আফিফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অবঃ) গাজী বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মনিরুজ্জামান,
অবসরপ্রাপ্ত ডিআইজি মুক্তিযোদ্ধা ডা. মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন। পরে সভাপতি আল-বেলী আফিফা বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় তিনি সকল মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply