কালের খবরঃ
শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলোপ্রসু ও মানুষের উপকারে আসে কিনা সে বিষয়েও কর্মকর্তাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৪ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাসভবনে গোপালগঞ্জের (স্থানীয়) সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি ১৫ বছরে বাংলাদেশের এতো উন্নয়ন হবে। উন্নয়ন দেখে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা আছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নের কাজ করে যাওয়ার আহবান জানান শেখ হাসিনা।
প্রকল্প গ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,যে কোন প্রকল্প যখন আপনারা গ্রহন করবেন তখন মাথায় রাখবেন এই প্রকল্পটা বাস্তবায়ন হলে রেজাল্ট কি আসবে। সেখানে কতটাকা ব্যয় হবে। মানুষ কতটুকু লাভবান হবে বা দেশ কতটুকু লাভবান হবে। সেসব বিষয় যাচাই বাছাই করে প্রকল্প গ্রহণ করতে হবে।
এ সভায় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলঅম,জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফাসহ জেলার সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply