কালের খবরঃ
আগামীকাল শুক্রবার গোপালগঞ্জে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের খেলায় হাতে যাচ্ছে ধানমন্ডী ডার্বী। হাইভোল্টেজ ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচ জিতে অনুশীলন করেছে দুই খোলোয়াড়রা।শুক্রবার (১১ জানুয়ারি) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ জিততে ঘাম ঝড়ানো অনুশীলন করেছে শেখ জামালের খেলোয়াড়রা। তবে কোচ বিহীন এ ম্যাচে কতোটা প্রভাব ফেলতে পারবে তা চোখ রাখতে হবে ম্যাচের দিকে। তার পরেও জয় তুলে নিতে সেরা খেলাটাই খেলবে শেখ জামাল।
দীর্ঘ দিন ধরে শিরোপা থেকে বঞ্চিত ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী। গত দুই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেন দলটির খেলোয়াড়রা। গত ম্যাচগুলোর ভুল শুধরে নিয়ে ঘাম ঝরানো অনুশীলন করেছে আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা। বিদেশী বা দেশী সবাই নিজেদের সেরাটা দিতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়বে দল এমনটাই আত্মবিশ্বাস।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply