কালের খবরঃ
গোপালগঞ্জে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা জেলাকে ১১৭ রানে হারিয়ে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর)সকাল ১০টায় গোপালগঞ্জে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা জেলার মুখোমুখি হয় গোপালগঞ্জ জেলা। তবে আবহাওয়া খারাপ থাকায় ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩৮ ওভারে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে গোপালগঞ্জ জেলা নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান করে। জবাবে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গোপালগঞ্জ জেলার বোলিং তোপে ৩৭.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান করতে পারে ঢাকা জেলা। ফলে ঢাকা জেলাকে ১১৭ রানে হারিয়ে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবোয়ের আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলী নাঈম খান জিমি, সদস্য মোঃ নজরুল ইসলাম নান্টু, নোমান হোসেন তমাল, মহাসিন মিয়া, শেখ মাহবুব আহম্মেদ কুটি, শেখ কামাল ক্রিকেট স্টেডিমের প্রশাসক মোঃ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।এই টুর্নামেন্ট থেকে মেধাবী খেলোয়াড় বাছাই করে ঢাকা সাউথ অনূর্ধ্ব-১৫ দল গঠন করা হবে এবং সেখান থেকে জাতীয় দলের জন্য খোলোয়াড় বাছাই করা হবে বলে জানিয়েছেন আয়োজকরাভ
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply