কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে রহমতগঞ্জের সাথে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক আবাহনী।শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা আড়াইটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রহমতগঞ্জের মুখোমুখি হয় ঢাকা আবাহনী। খেলার প্রথমার্ধের শুরুতেই আবাহনী আক্রমনাত্মক খেলা শুর করলেও রক্ষনাত্মক শুরু করে রহমতগঞ্জ। আবাহনী বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দর্শকদের। খেলা ২১ মিনিটে মধ্যমাঠের ব্রাজিলিয়ান খেলোয়াড় জোনাথন দ্যা সিলভেরা ফার্নান্দেস রেইস গোল করে আবাহনীকে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হওয়ায় ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।খেলা দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ায় রহমতগঞ্জ। তবে দুই দল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট কলেও ৬৭ মিনিটে ফরোয়ার্ড ঘানার খেলোয়াড় আর্নেস্ট বোয়াটেং গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরায়। বাকী সময়ে আর কোন গোল না হওযায় ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এ খেলা শেষে পয়েন্ট টেবিলের ৪ নাম্বর ঢাকা আবাহনী ও ৫ নাম্বারে রহমতগঞ্জ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply