কালের খবরঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী আসনে প্রচার প্রচারনা শুরু করেছে প্রতিদ্ব›দ্বী প্রার্থী এনপিপির শেখ আবুল কালাম। তিনি তার আম প্রতীকে ভোট প্রার্থণা করতে টুঙ্গিপাড়ার বিভিন্ন বাজারে যানএবং লিফলেট হাতে ভোটারদের কাছে ভোট প্রার্থণা করেন। প্রচার প্রচারণা ওভোট চাওয়ার সময় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের দেয়া এক বক্তব্যে তিনি বলেন,
সরকার পরিবর্তনের একটাই মাত্র পথ সেটা হলো নির্বাচন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী শেখ আবুল কালাম।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ার বিভিন্ন বাজারে আম প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
এনপিপি প্রার্থী শেখ আবুল কালাম বলেন, যারা নির্বাচনে আসে নাই তারা অবশ্যই ভুল করেছে। কারণ সরকার পরিবর্তনের একটাই মাত্র পথ সেটা হলো নির্বাচন।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, আসলে পরীক্ষা না দিলে বোঝা যায় না যে কার পক্ষে কত জনগণ রয়েছে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসে নাই, ২০১৮ সালে এসেছে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি। তাদের যে জনসমর্থন আছে সেটা যাচাই হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। তাদের অধিকার আছে নির্বাচনে না আসার, কিন্তু নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নাই।
তিনি আরও বলেন, আমরা বিগত দিনে নির্বাচন কমিশনারের সঙ্গে বসেছি, যাতে এ দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি তাতে আশা করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। এদেশের জনগণ তাদের মতামত সুন্দর ভাবে ব্যক্ত করবে।
এরআগে কর্মী সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় প্রচার প্রচারণা শুরু করেন এনপিপি পার্টির প্রার্থী শেখ আবুল কালাম। প্রচার প্রচারণার অংশ হিসেবে টুঙ্গিপাড়ার বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া জনগণকে সতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে আম প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
এর আগে তিনি নেতাকর্মীদেও সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply