কালের খবরঃ
প্রতীক বরাদ্দের পর গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রচার প্রচারনা শুরু করেছে আওয়ামীরীগ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নৌকার পক্ষে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ। মিছিলটি কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একইদিন গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে নৌকার পক্ষে মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। সেখানে নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন নেতৃবৃন্দ। এছাড়া নৌকার পক্ষে সড়কের বিভিন্ন স্থানে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন টাঙ্গীয়ে প্রচারনা চালানো হচ্ছে। তবে শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-০৩ এ ৫জন এবং শেখ ফজলুল করিম সেলিমের আসন-০২ এ ৫জন প্রার্থী থাকলেও এদিন তাদের পক্ষ থেকে কোন প্রচারণা চালানো হয়নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply