কোটালীপাড়া প্রতিনিধিঃ
আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন হচ্ছে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)। এই আসনে এবার তিনি দলীয় প্রার্থী হিসেবে অষ্টমবারের মতো নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর প্রতীক নৌকার প্রচারণা শুরু করেছে স্থানীয় নেতকর্মীরা।।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচারণা শুরু করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, হান্নান শেখসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কোটালীপাড়া হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এখানে প্রচারণার জন্য তাঁর কখনো আসার প্রয়োজন হয় না। তাঁর পক্ষে এখানকার দলীয় নেতা- কর্মীরাই প্রচার প্রচারণা চালায়। আমরা মঙ্গলবার এই প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু করলাম। আগামী দিনগুলেঅতে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাওয়া হবে। এই আসনে শেখ হাসিনার বিপক্ষে আরো ৫জন প্রার্ধী ভোটযুদ্ধে রয়েছেন। তবে তাদের পক্ষ থেকে এখনও প্রচার প্রচারণ শুরু হয়নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply