কালের খবরঃ
মধ্য মাঠের খেলোয়াড় মুজাফ্ফরজন মুজাফ্ফরভের একমাত্র গোলে রহমতগঞ্জকে হারিয়ে দীর্ঘ পাঁচ আসর পর স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো সাদাকালো জার্সিধারীরা।শুক্রবার(১৫ ডিসেম্বর)বেলা পৌনে দুইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে রহমতগঞ্জের মুখোমুখি হয় আলফাজ হোসেনের শিয্যরা। প্রথমার্ধের শুরুতেই দুই দল রক্ষণাত্মক খেলা শুরু করলেও সময় গড়ানোর সাথে সাথে খোলস থেকে বেরিয়ে আসে। গোলের জন্য চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে একাধিক সুযোগ করায় গোলশূন্য নিয়ে বিরতিতে যায় দু’দল।খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দু’দল। তবে গোল মিসের মহড়ায় গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। তবে ৭২ মিনিটে ফ্রি কিক থেকে উজবেকস্থানের মধ্য মাঠের খেলোয়াড় মুজাফ্ফরজন মুজাফ্ফরভ গোল করে মোহামেডানকে একমাত্র গোলে এগিয়ে দেন। কিন্তু এর পরও দু’দলই একাধিক সহজ সুযোগ নষ্ট করলে গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। ফলে নির্ধারিত সময়ে ১-০ গোলের রহমতগঞ্জকে হারিয়ে পাঁচ মৌসুম পর আবারো ফাইনালে মোহামেডান।দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনীর মধ্যে যারা জিতবে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে মোহামেডান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply