টুঙ্গিপাড়ায় প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৫ ডসিম্বের))দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কিছু সময় বেদির পাশে নীরবে দাঁড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি টুঙ্গিপড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply